যেকোনো ড্রাইভ Lock করে ফেলুন ।
সিকিউরিটি বতর্মান বিশ্বের একটি আলোচিত বিষয়। একটি কম্পিউটার এ কাজ করার সময় নানা ধরনের user থাকতে পারে। প্রয়োজনে আমাদের অনেক ডাটা সিকিউরিটি দিয়ে রাখতে হয়। সাধারনত আমরা বিভিন্ন ফোল্ডার লক সফ্টয়ার দেখেছি, ড্রাইভ লক এর সফটয়ার আমার চোখে পরেনি। অথচ এই কাজটি আপনি উইন্ডোজ এর মাধ্যমেই করতে পরেন্।
দেখা যাক এটি কিভাবে করা সম্ভব :
------------------------------------------------
প্রথমেই আপনাকে Administrator হিসেবে Computer এ প্রবেশ করেত হবে।
ড্রাইভ লক করতে হলে আরেকটি ব্যপার লক্ষ রাখতে হবে সেটি হলো ড্রাইভটি NTFS এ থাকতে হবে।
ধরুন আমরা F ড্রাইবটি লক করে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে F Drive এর রাইট বাটন ক্লিক করে proparties
সেখান থেকে Security ট্যাব এ যেতে হবে।
[Note : উল্লেখ্য Security অপশনটি না থাকলে আপনাকে মেনু বার এর Tools >Foldar Option >View Tab ভিউ ট্যব এ আসার পর সবার নিচে Use Simple File Sharing [Recommended] এ টিক থাকলে উঠিয়ে দিতে হবে। ]
সেখানে Group or users Name এর নিচে বিভিন্ন রকমের Users এর নাম দেখতে পাব। যেমন :
Adminstrator
Gest
Everyone ইত্যাদি একাউন্ট দেবতে পাবেন।
আপনি কাজটি ফ্রেশ ভাবে করতে চাইলে সবগুলো User কে রিমুভ করে দিন। সেখান থেকে
>Add
>Avance
>Find Now
সেখান থেকে আপনাকে দুটি একাউন্ট এড করেত হবে। ধররাম আপনা আপনার নিজের একাউন্ট ছারা আর কাউকে এফ ড্রাইভে প্রবেশ করেতে দিবেননা। আপনি দুটি একাউন্ট এড করতে হবে।
Administrator এবং Everyone।
এবার দুই উইন্ডো থেকেই Ok করে বের হয়ে আসব।
এবার আপনাকে Administrator এ ক্লিক করে নিচে Permission for Administrator এর নিচে দুটি কলাম দেখতে পাব। Allow এবং Denny
এবার আপনাকে Full Controll এ টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর একিভাবে আপনাকে দিত্বীয় ইউজার একাইন্ট : Everyone এ ক্রিক করে Permissioin for everyone সব Denny তে টিক দিতে হবে। এপ্লাই করে বের হয়ে আসব।
এবার আপনি যদি বতর্মানে এডমিন ইউজার হয়ে থাকেন তাহরে আপনি এফ ড্রাইভে প্রবশ করেত পারবেন। আর যদি না হন তাহলে আপনাকে এডমিন হয়ে ঢুকতে হবে।
আশা করি ঠিকভাবে কাজটি করতে পারলে হয়ে যাবে। তারপরো না হলে জানাবেন।
ধন্যবাদ
সাজ্জাদুর রহমান
No comments